Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আলমডাঙ্গায় অস্ত্রসহ হত্যা মামলার আসামি আটক

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০৫ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০৫ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলার আইলহাস গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মুদিদোকান ব্যবসায়ী হাসিবুল হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হামিদকে একটি ওয়ান শুটারগান (শাটারগান) ও ২ রাউন্ড গুলিসহ আলমডাঙ্গা থানা পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে আলমডাঙ্গা সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করে পুলিশ।

আলমডাঙ্গা থানার ওসি মুন্সি আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদে জানতে পারি উপজেলার আব্দুল হামিদ সিএনজি স্ট্যান্ডে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি সিএনজি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসায় হামিদ হত্যাকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। আরো জিজ্ঞাসার জন্য তাকে রিমান্ডে আনা হবে।বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) দুপুরে আব্দুল হামিদকে সংশ্লিষ্ঠ আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত বছরের ১৯  জুলাই রাতে আইলহাসের মুদিদোকান ব্যবসায়ী হাসিবুলকে অজ্ঞাত ব্যক্তি মোবাইলে ডেকে নেয়। পরে তাকে মাঠে ধরে নিয়ে গিয়ে এরাপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। 

Bootstrap Image Preview