Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ আটক সাবেক ছাত্রদল নেতা আটক

মোঃ আবছার কবির আকাশ , কক্সবাজর প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৭ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৭ PM

bdmorning Image Preview


কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ হাবিব (৪২)।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুর তুলাবাগান চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত হাবিবের মালিকানাধীন মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

আটক হাবিব কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকার মৃত আব্দু রশিদের ছেলে এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুর তুলাবাগান এলাকায় কক্সবাজারমুখী একটি নোয়াহ মাইক্রোবাসে (চট্ট মেট্রো-গ-১১ ৪৪৩৬) তল্লাশি করে গাড়ির ডেজবোর্ডের ভেতর থেকে ৫টি প্যাকেটে মোট ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় মাইক্রোবাসের মালিক ও চালক হাবিব উল্লাহকে আটক করা হয়। মাদক আইনে মামলা দায়ের করে তাকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview