Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বুড়িমারী স্থলবন্দরে ২৮ ভরি স্বর্ণসহ আটক ১

লালমনিরহাট প্রতিনিধি 
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩২ AM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৫ AM

bdmorning Image Preview


লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ২৮ ভরি স্বর্ণসহ সুনিল বিশ্বাস (৫০) নামে এক যাত্রীকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর থেকে তাকে আটক করা হয়। আটক সুনিল বিশ্বাস ঢাকার নবাবগঞ্জ আজুগারা এলাকার হরেন্দ্র বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, বুড়িমারী স্থলবন্দর দিয়ে স্বর্ণের চালান ভারতে পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবিকে সঙ্গে নিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পাসপোর্টধারী যাত্রী সুনিলের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ২৮ ভরি স্বর্ণ জব্দ করা হয়। এর মধ্যে দুইটি স্বর্ণে বার ও বাকি সব স্বর্ণালঙ্কার। পরে অবৈধভাবে স্বর্ণ পাচারের দায়ে সুনিলকে আটক করে পুলিশ।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় সুনিলের বিরুদ্ধে চোরাচালান আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview