Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বই মেলার ভেতরে গাড়ি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর চালককে অব্যাহতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১২ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১২ PM

bdmorning Image Preview


কর্তব্যে পালনে অবহেলা ও শৃঙ্খলাভঙ্গের কারণে গাড়িচালক মমতাজকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। একইসাথে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রীকেও চিঠি প্রদান করেছেন। বই মেলায় গাড়ি প্রবেশ করানোর ঘটনায় তাকে অব্যহতি দেয়া হয়।

গত রবিবার বিকেলে বই মেলার মাওলা ব্রাদার্সের স্টলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান গিয়েছিলেন পরিচিত লেখক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের ‘এখনই সময় বাংলাদেশ’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে। মেলার গেট থেকে পায়ে হেঁটে নির্দিষ্ট স্টলে গেলেও তার বিরুদ্ধে গাড়ি নিয়ে মেলায় প্রবেশের অভিযোগ করা হয় একটি গণমাধ্যমে।

পরে জানা যায়, চালক গাড়িটি নিয়ে মেলার ভেতরে ঢুকেন। গাড়িতে প্রতিমন্ত্রী নিজে ছিলেন না। তার ড্রাইভার নিজ উদ্যোগে গাড়ি নিয়ে মেলায় প্রবেশ করেন।

সরকারি গাড়ি হওয়ায় তাকে কেউ আটকায়নি। কিন্তু বিষয়টি জানার পরপর স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবারো মেলার বাহিরে নিয়ে যেতে বলেন গাড়িটিকে। আর তিনিও মেলা থেকে হেঁটে বের হয়ে গাড়িতে ওঠেন।

Bootstrap Image Preview