Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কমলগঞ্জ উপজেলা নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

হৃদয় দেবনাথ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:০৫ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:০৫ PM

bdmorning Image Preview


আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জে চেয়ারম্যানসহ চার প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে ১ জন, ওয়ার্কাস পার্টির ১ জন ও ভাইস চেয়ারম্যান পদে দুইজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম।

মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ সকাল ১০টায় শুরু হয়। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার ব্যাংক ঋণ খেলাপির দায়ে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান ও ওয়ার্কাস পার্টি মনোনীত প্রার্থী আব্দুল আহাদকে আয়কর রিটার্ন জমা না দেওয়ায় দায়ে মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

একই সাথে ব্যাংক ঋণ খেলাপির কারণে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সিদ্দিক আলী ও প্রার্থীর পক্ষে ২৫০ জন ভোটারের জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ স্বাক্ষরিত পত্রটিতে জালিয়াতির দায়ে জয়নাল আবেদীনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মো. রফিকুর রহমান মনোনয়ন বাতিলের সত্যতা স্বীকার করে বলেন, তিনি ঋণ পরিশোধ আগেই করেছেন এজন্য তিনি ঋণ খেলাপি নন তবে ব্যাংক থেকে পরিশোধের কাগজ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছেনি। ব্যাংকের কাগজপত্র আমি নিজে জমা করেছি। এরপরও বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে একটি প্রতিবেদন আসেনি। প্রয়োজনে তিনি আপিল করবেন বলেও বিডিমর্নিংকে জানান।

মৌলভীবাজারের জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম চেয়ারম্যান পদে দুই ও ভাইস চেয়ারম্যান পদে দুইজনের মনোনয়ন বাতিলের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন।

Bootstrap Image Preview