Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জে সেই পরিবার নিখোঁজের নেপথ্যে পরকীয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৩ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৩ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের ১০ দিন পর একই পরিবারের ৫ জনের মধ্যে ৪ জনকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ রাজধানীর কেরানীগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়া থেকে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জে নিয়ে আসে।

আজ বুধবার(২০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

উদ্ধার করা চারজন হলো পোশাক কারখানার কর্মকর্তা জামাল সরদারের বড় মেয়ে আশা মনি (১১), প্রিয়া মনি (৪) ও তার ভায়রার মেয়ে সুমাইয়া (১৪) ও শ্যালকের ছেলে আজিম (৭)। নিখোঁজ রয়েছেন গৃহকর্তার স্ত্রী ফরিদা ওরফে নিপা (৩০)।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, পোশাক কারখানার কর্মকর্তা জামাল সরদার গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করেন। সপ্তাহে এক দিন তিনি বাসায় আসেন। তার স্ত্রী ফরিদা ওরফে নিপা দুই সন্তান নিয়ে সিদ্ধিরগঞ্জের মাদানী নগর নুরবাগ এলাকা ভাড়ায় থাকতেন। হঠাৎ ১০ ফেব্রুয়ারি ফরিদা তার দুই মেয়ে ও বোনের দুই সন্তানসহ নিখোঁজ হন। এ বিষয়ে ১৩ ফেব্রুয়ারি পোশাক কারখানার ওই কর্মকর্তা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় জামাল সরদারের ভায়রার ছেলে নাজিম উদ্দিন ওরফে আজিমকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার নূরানী মাদ্রাসা থেকে, বড় মেয়ে আশা মনিকে ব্রাহ্মণবাড়িয়া ল্যাবরেটরি আবাসিক স্কুল থেকে, ছোট মেয়ে প্রিয়া মনি এবং ভায়রার মেয়ে সোমাইয়াকে কেরানীগঞ্জে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার করে।

এসপি হারুন অর রশীদ আরও বলেন, প্রাথমিকভাবে উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফরিদা ঘর ছেড়ে পালিয়ে যাওয়ার আগে পরিকল্পিতভাবে ছেলে-মেয়েদের দুজনকে বিভিন্ন স্থানে স্কুলে ভর্তি করিয়ে ও দুজনকে আত্মীয়ের বাসায় রেখে যান। তিনি ঘর থেকে টাকাপয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে যান। প্রাথমিক তথ্যপ্রমাণে মনে হয়েছে পরকীয়ার টানে ফরিদা ঘর ছেড়েছেন। তার কথিত প্রেমিকের নাম সুমন বলে জানা যায়।

পুলিশি সূত্রে জানা যায়, তাদের খোঁজার কাজ অব্যাহত রয়েছে ।

Bootstrap Image Preview