Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাজারে চা পান করে হাসপাতালে ১৪ জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১২ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১২ PM

bdmorning Image Preview


শেরপুরের নকলার একটি মাজারের ওরশে চা পান করে ১৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রানী শিমুল এলাকার কথিত আ. হাকিম উদ্দিন ফকিরের মাজারে এ ঘটনা ঘটে।

নকলা উপজেলার রানী শিমুল এলাকার জনৈক মনেজ আলী কয়েক বছর যাবত উল্লেখিত ফকিরের কবরকে মাজার বানিয়ে ওরস পালন করে আসছিল। মঙ্গলবার রাতে মাজারের খাদেম আ. সাত্তার স্থানীয় বাজার থেকে চা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি কিনে এনে মাজার এলাকায় চা তৈরি করে।  সেই চা পান করে ১৪ জন অসুস্থ হয়ে পড়লে রাতেই নকলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিবর রহমান জানান, চায়ের মধ্যে এমন কিছু ছিল যা খেয়ে তারা তাৎক্ষণিক অসুস্থ হয়ে পড়েছে । তবে চায়ের মধ্যে কি ছিল, তা পরীক্ষা নিরীক্ষা করলে বলা যাবে।  

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Bootstrap Image Preview