Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘চুনারুঘাট থানা নাথ সমিতি’র উদ্যোগে উপনয়ন ও ধর্মসভা অনুষ্ঠিত

হৃদয় দেবনাথ, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪২ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪২ PM

bdmorning Image Preview


চুনারুঘাট থানা নাথ সমিতি’র উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ দশবিদ সংস্কারের অন্যতম সংস্কার উপনয়ন ও ধর্মসভা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি (শুক্রবার) চুনারুঘাট উপজেলার রূপসপুর গ্রামের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে এউপনয়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে ৩৩জন ব্রতী ধর্মীয় রীতি অনুসারে, যজ্ঞের মাধ্যমে, ভাবগম্ভীর পরিবেশে আচার্য্য গুরু যোগাচার্য্য সিদ্ধযোগী স্বামী শিবনাথ মহারাজ, মঠাধ্য, কেয়ার ব্যাংক মঠ, ওড়িষ্যা, ভারত ও শ্রীযুক্ত শ্রীকান্ত গোস্বামী, শ্রীমঙ্গলের পরিচালনায় অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়।

পরে সোমবার (১৮ ফেব্রুয়ারি) সমাবর্তন ও ধর্মসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শ্রীযুক্ত নীহার রঞ্জন নাথ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীযুক্ত প্রণয় পাল ও রামানন্দ দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন-শ্রীযুক্ত বিকাশ দেবনাথ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রীযুক্ত নিমচন্দ্র ভৌমিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-অতিরিক্ত সচিব শ্রীযুক্ত নারায়ন চন্দ্র দেবনাথ, যোগাচার্য্য শিবনাথ মহারাজ, শ্রীমৎ স্বামী শম্ভুনাথানন্দ গিরি মহারাজ, প্রকাশক বিশিষ্ট সমাজসেবক ও সংঘটক বীর মুক্তিযোদ্ধা শ্রী মিলন কান্তি নাথ, ভারতের আসাম রাজ্যের সাবেক বিধায়ক শ্রীযুক্ত প্রণব কুমার নাথসহ বিশিষ্ট গুণীজন।

উক্ত অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলের হাজারও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় শিবনাথ মহারাজ তাঁর বক্তৃতায় এক পর্যায়ে বলেন, নাথ ধর্ম হচ্ছে শৈব ধর্ম, নাথেরা শিবের উপাসক, প্রাচীন কাল থেকেই নাথেরা যোগ সাধনা করে আসছে এবং তাঁরা রুদ্রজ ব্রা‏হ্মণ নামে পূর্বকাল থেকেই পরিচিত। সভা শুরুতে জাগরণ নামক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন শিবনাথ মহারাজ সহ উপস্থিত অতিথিবৃন্দরা।

Bootstrap Image Preview