Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

 সুনামগঞ্জে পিআইসির ৭ সদস্য আটক, মুছলেখা প্রদানে মুক্তি

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২২ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জের হাওর রক্ষা বেরী বাঁধ নির্মাণ কাজ শুরু না করায় প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসির) ৭ সদস্যকে থানা পুলিশ আটকের পর ওইদিন রাতেই মুছলেখা প্রদান করে মুক্তি পেলেন তারা।  

আটককৃতরা হলেন, উপজেলার ৪৬নং পিআইসির সভাপতি সিরাজুল হক শাহ, সদস্য হুমায়ুন কবির, ৪৭নং পিআইসির সভাপতি মিজানুর রহমান, একই পিআইসির সাধারণ সম্পাদক জামাল আখঞ্জি, সদস্য মজনু শাহ, তোফাজ্জল হোসেন ও ৩৭নং পিআইসি সভাপতি মনসাধ মিয়া।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পিআইসির সদস্যগণ নির্ধারিত সময়ের মধ্যে হাওর রক্ষা বাঁধের কাজ সম্পন্ন করবেন বলে মুছলেখা প্রদান করেন। 

এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশেই থানা পুলিশ তাদেরকে আটক করে থানা হাজতে আটকে রাখেন।

এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) তাহিরপুরের দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী মো. এমরান হোসেন জানান, ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের নির্মাণ কাজ সমাপ্ত করার কথা থাকলেও আটককৃত প্রকল্প কমিটির লোকজন তাদের দেয়া প্রকল্পগুলোতে মঙ্গলবার পর্যন্ত বাঁধের কোন কাজই করেন নি। 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্ধের উপস্থিতিতে আটককৃতরা নির্ধারিত ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ সম্পন্ন করবেন বলে মুছলেখা দিলে তাদেরকে থানা হাজত থেকে মুক্তি দেয়া হয়। 

 

Bootstrap Image Preview