Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২৮ AM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২৮ AM

bdmorning Image Preview


রাজধানীর লালবাগ ও হাজারীবাগ থানার বিভিন্ন ঔষধের দোকানে অভিযান চালিয়ে দুইটি দোকান সিলগালা করাসহ একজনকে ৯ মাসের জেল দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। র‌্যাব-২ এর সহযোগিতায় অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, ৬টি ঔষধের দোকানে অভিযান চালানো হয়েছে। এ সময় দোকানে বিদেশি ও মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং ঢাকা মেডিকেলের রোগীদের জন্য নির্ধারিত ফ্রি ঔষধ পাওয়া যাওয়ায় ৬ জনকে আসামি করা হয়।

তিনি আরও জানান, দুইটি দোকান সিলগালা করাসহ একজনকে ৯ মাসের জেল দেওয়া হয়েছে। এছাড়া জরিমানা করা হয়েছে সর্বমোট সাড়ে তিন লাখ টাকা।

Bootstrap Image Preview