Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৬

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:০০ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:০৭ PM

bdmorning Image Preview


নাটোরের সিংড়ায় ১২ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিংড়া থানার পুলিশ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ক্ষিরপোতা গ্রামের সোহরাব খা (৭৫), সোবহান সরকার (৭০), কঞ্চিভদ্রা গ্রামের হাসান প্রাং (৬৫), বড়গ্রাম শাহপাড়ার তাজু প্রাং (৪৫), বড়শাইল গ্রামের জাহিদুল ইসলাম (৩২), নিংগইন ভাটোপাড়া মহল্লার রাকিবুল ইসলাম (২৫)।

মঙ্গলবার দুপুরে সিংড়া থানায় অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মীর আসাদুজ্জামান প্রেস ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যমকর্মীদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতভর সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬ মাদক ব্যবসায়ীকে ১২ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

তিনি জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ লাখ ৯০ হাজার এবং ইয়াবার মূল্য ২ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে।

প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মীর আসাদুজ্জামান আরও জানান, মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে নাটোর জেলার পুলিশ। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

Bootstrap Image Preview