Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে এনাম হোসেন চৌধুরীর মনোনয়নপত্র দাখিল 

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩২ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৫ PM

bdmorning Image Preview


শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, যুবনেতা, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া ব্যক্তিত্ব জনাব এনাম হোসেন চৌধুরী মামুন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তার এবং ও সহকারী রিটার্নিং অফিসার কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এসময় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সেচ্ছাসেবক লীগ এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে নিজ অবস্থান থেকে শ্রীমঙ্গল উপজেলাবাসীর খেদমত করার চেষ্টা করেছি।  কতটুকু পেরেছি জানি না তবে চেষ্টার কমতি ছিল না। আশা করি আগামী সময়েও সাধারণ মানুষের পাশে থাকার সুযোগ পাব।

তরুণ এ আওয়ামী লীগ নেতা শ্রীমঙ্গলের আওয়ামী পরিবারের সন্তান হিসেবে সর্বমহলেই পরিচিত। পারিবারিকভাবে তো বটেই, ১৯৮৬ সাল হতে ছাত্রলীগ এর রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বর্তমানে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তাছাড়া সামাজিক, সংস্কৃতি, ক্রীড়া সব ক্ষেত্রেই সমান ভাবে বিচরণ তার। আসন্ন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে এই ক্লিন ইমেজধারী প্রচারবিমুখ বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ কর্মী যুবনেতা জনাব এনাম হোসেন চৌধুরী (মামুন) শ্রীমঙ্গল উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা চেয়েছেন।

উল্লেখ্য, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশি ১১ জনের মধ্যে অধিকাংশরাই "এনাম হোসেন চৌধুরীকে (মামুন) সমর্থন প্রদান করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে নিশ্চিত করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী পঙ্কজ কুমার নাগ।

পঙ্কজ কুমার নাগ জানান, আওয়ামী লীগের নিবেদিত প্রাণ মামুন ভাই তাই ওনার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা অনেকেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। তিনি আরো জানান, আমাদের সমর্থনে থাকা সকলকে "এনাম হোসেন চৌধুরী (মামুন)" ভাইয়ের পাশে থেকে এবং ভোট প্রদান করে জয়যুক্ত করার  আহ্বান জানাচ্ছি। 

Bootstrap Image Preview