Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চরভদ্রাসনে শেষ দিনে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল  

মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি   
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২২ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২২ PM

bdmorning Image Preview


ফরিদপুরের চরভদ্রাসনে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের শেষ দিনে ২৬ প্রার্থীর মনোনয়ন দাখিল সম্পন্ন হয়েছে।

সোমবার (১৮ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জেসমিন সুলতানা সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন পদের মোট ২৬ প্রার্থীর এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

উপজেলার বিভিন্ন পদের প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- মোতাজ্জেল হোসেন, এ.জি.এম. বাদল আমিন, মোঃ আবুল বাশার, মুশারফ হোসেন মুশা, আনোয়ার আলী মোল্যা, আঃ ছাত্তার মাষ্টার, খবির উদ্দিন শেখ, মোঃ কাউছার হোসেন, মোঃ ইলিয়াস বেগ নান্নু ও মোঃ রাজা খান।

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন- শেখ ফজলুল হক ফজল, মোতালেব মোল্যা, ইমরান হোসেন, রাহেল পত্তনদার, সেখ মোঃ সোলাইমান, শাজাহান মোল্যা, মোস্তাফিজুর রহমান, কাউছার হোসেন, মোঃ রেজাউল খান, মোশারফ হোসেন, মোনায়েম খান, শেখ সোলাইমান ও আবুল কালাম। অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা হলেন- সালমা বেগম খুশি, ফরিদা বেগম ও তানজিলা আক্তার।

জানা যায়, আগামী ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু এবং ২৭ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার শেষ হয়ে আগামী ১৮ মার্চ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

Bootstrap Image Preview