Bootstrap Image Preview
ঢাকা, ২৮ সোমবার, সেপ্টেম্বার ২০২০ | ১৩ আশ্বিন ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুরে অস্ত্র-গুলিসহ জেএমবি সদস্য গ্রেফতার

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫০ AM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫০ AM

bdmorning Image Preview


দিনাজপুরে র‍্যাবের অভিযানে অস্ত্র, গুলি, জঙ্গীবাদী বই ও বিপুল পরিমান লিফলেটসহ নজরুল ইসলাম (৪০) নামে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্য আটক হয়েছে। 

সোমবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে দিনাজপুর সদর উপজেলার খানপুর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নজরুল ইসলাম খানপুর ভিতরপাড়া গ্রামের মৃত ডা. আফতাব উদ্দীন আতার ছেলে।

দিনাজপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে খানপুর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় অত্যাধুনিক পিস্তল, দু’টি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, মোবাইল ফোন, পাঁচটি উগ্রবাদী বই ও ১০টি লিফলেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নজরুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে সংগঠনের সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ দান, চাঁদা সংগ্রহ, অস্ত্র-শস্ত্র সংগ্রহ ইত্যাদি কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তিনি নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠনের সক্রিয় সদস্য এবং রাষ্ট্রবিরোধী ধ্বংসাত্মক কাজে লিপ্ত হওয়ার জন্য বৈঠক করছিলেন।

এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

Bootstrap Image Preview