Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পল্টনে ডাস্টবিন থেকে গ্রেনেড ও গুলি উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৯ AM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর পল্টনের কালভার্ট রোড এলাকায় ডাস্টবিন থেকে একটি সতেজ আরজেস গ্রেনেড ও ১০-১২ রাউন্ড শটগানের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তা নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।

রবিবার রাত সাড়ে ১২টার দিকে সিটি কর্পোরেশনের ডাস্টবিন থেকে এই গ্রেনেড ও গুলি উদ্ধার করা হয় । 

পল্টন থানার ওসি অপারেশন আবু বকর সিদ্দিক জানান, পল্টনের কালভার্ট রোডের পশ্চিম পাশে সিটি কর্পোরেশনের নির্ধারিত ডাস্টবিনের মধ্যে একটি গ্রেনেড ও ১০-১২ রাউন্ড শটগানের গুলি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

রাত সোয়া ১১টার দিকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা বর্জ্য নিতে গিয়ে সেগুলো দেখে থানায় খবর দেয়। থানা পুলিশ যাওয়ার পর খবর দেয়া হয় বোম্ব ডিসপোজাল ইউনিটকে।

রাত সাড়ে ১২টায় সেটি উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, শক্তিশালী এই গ্রেনেডের উৎস খতিয়ে দেখা হবে। বোম্ব ডিসপোজাল টিমের একজন কর্মকর্তা জানান, বর্জ্য থেকে উদ্ধার করা গ্রেনেডটি আরজেস গ্রেনেড। রাতেই সেটি নিষ্ক্রিয় করা হয়।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসব গুলি ও গ্রেনেড কোথা থেকে এলো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Bootstrap Image Preview