Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বদলগাছীতে ভিক্ষাবৃত্তি নিরসনে ভিক্ষুকদের মাঝে ভেড়া বিতরণ

মোঃ খালিদ হোসেন মিলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৯ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৬ PM

bdmorning Image Preview


নওগাঁর বদলগাছীতে ভিক্ষাবৃত্তি নিরসন ও ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অর্থে উপজেলার ৮টি ইউনিয়নের ৮ জন ভিক্ষুকের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা কার্যালয়ের সামনে ভিক্ষুকদের মাঝে ভেড়া বিতরণ করেন উপজেলা সমাজসেবা অফিসার তারিকুল ইসলাম।

প্রতিটি ভিক্ষুকদের মাঝে ৪টি করে মোট ৩২টি ভেড়া বিতরণ করা হয়। এছাড়াও ২৩ অসহায় দরিদ্রদের মাঝে ৩০ হাজার টাকা করে বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক দুলু, সম্পাদক সানজাদ রয়েল সাগর, কোলা ইউপি সদস্য হারুন ও ইউনিয়ন সমাজকর্মী রজত কান্ত গোস্বামী প্রমুখ।

Bootstrap Image Preview