Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সারের ট্রাকে মিলল ৩৮ কেজি গাঁজা

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৯ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৯ PM

bdmorning Image Preview


অভিনব কায়দায় মাদক পরিবহন করার সময় এবার সারের গাড়িতে পাওয়া গেল মাদকদ্রব্য গাঁজা।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টায় কিশোরগঞ্জের ভৈরব শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামের সামনে থেকে একটি সার বোঝাই ট্রাক থেকে সাড়ে আটত্রিশ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন ট্রাক চালক বদলগাজি থানার বারতৈল গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো.চান মিয়া। হেলপার নওগাঁ সদর উপজেলার মুকরামপুর গ্রামের রকিব তালুকদারের ছেলে আসাদুল ইসলাম।

ভৈরব র‍্যাব-১৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার যোবায়ের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ হতে ময়মনসিংহ নিয়ে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে। এমন তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য ওই মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয়।

গতকাল শনিবার গভীর রাতে মৌলভীবাজারের ফেঞ্চুগঞ্জ সার কারখানা হতে সার বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-১৬৬১ হলুদ-সবুজ রংয়ের) হবিগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া-কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে যাবে এবং সেই ট্রাকে করে কিছু মাদকদ্রব্য গাঁজা নিয়ে ময়মনসিংহে পৌঁছে দিবে। পথিমধ্যে যখন হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া এলাকা থেকে একটি পিকআপ হতে ট্রাকে গাঁজার চালানটি লোড করা হয়। এ তথ্যের প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, সন্দেহজনক একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগরের সাতবর্গ এলাকা হতে মাদক বহনকারী ট্রাকটিকে অনুসরণ করতে থাকে। ট্রাকটি যখন কিশোরগঞ্জ জেলার ভৈরবের নাটালের মোড় চলে আসে তখন ট্রাকটিকে থামার সংকেত দিলে সংকেত অমান্য করে চলে যায়।

তাদের অভিযানিক দলের সদস্যরা পিছু ধাওয়া করলে ট্রাকটি কিশোরগঞ্জ-ময়মনসিংহ পাকা রাস্তায় প্রবেশ করে এবং সময় র‌্যাবের টহল দলের সদস্যরা ভৈরব উপজেলার পৌর স্টেডিয়ামের সামনে একটি তল্লাশী চৌকি স্থাপন করে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালানোর চেষ্টা করার তখন তাদের আটক করা হয়।

আটককৃত ট্রাকটি তল্লাশী করে ট্রাকের কেবিনে লুকিয়ে রাখা সাড়ে আটত্রিশ কেজি গাঁজা ও মাদক বিক্রির ২৩ হাজার ৬৫০ টাকাসহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের করা হবে বলি জানান।

Bootstrap Image Preview