Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাটোরে অগ্নিকাণ্ডে দিনমজুরের ঘরসহ পুড়েছে ৪ গবাদি পশু 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩২ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩২ PM

bdmorning Image Preview


নাটোরের ইছলাবাড়ী গ্রামের এক দিনমজুরের বাড়িতে আগুন লেগে গরুর ঘরসহ ৪টি গবাদিপশু পুড়ে গেছে। এতে করে তার অর্জিত একমাত্র সম্পদগুলো পুড়ে গিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন তিনি।

এলাকাবাসী জানায়, সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ইছলাবাড়ী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোজাব্বেল গরু পালনের পাশাপাশি দিন মজুর হিসাবে ইট ভাটায় কাজ করেন। গতরাতে তার গরুর ঘরে হঠাৎ করেই আগুন লাগে। স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই মোজাব্বেলের ৩টি গরু পুড়ে মারা যায় আর একটি গরু আহত হয়। আর অন্য ঘরে অবস্থান করা সদ্য জন্ম নেয়া একটি গরুর বাছুর অক্ষত রয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা পৌছিয়ে স্থানীয়দের সাথে অংশ নেয়। ফায়ার সার্ভিস কর্মিদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, একজন দিন মজুরের একমাত্র আয়ের অবলম্বন গবাদিপশু পুড়ে যাওয়া সত্যিই মর্মান্তিক তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমত সর্বোচ্চ সহায়তা করা হবে। 

Bootstrap Image Preview