Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রতিবন্ধী শিক্ষার্থীদের আকুতি: অন্যদের বিস্কুট দেওয়া হয় আমাদের স্কুলে দেয় না কেন

এহসান তালুকদার, জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৮ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৮ PM

bdmorning Image Preview


জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় স্থানীয় বেসরকারী সংস্থা প্রতিবন্ধী শিশু শিক্ষা ও পরিচর্যা সমিতির (প্রশিপস) বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা বলেছে, সবার স্কুলে বিস্কুট দেওয়া হয় কিন্তু আমাদের স্কুলে দেয় না কেন? প্রতিবন্ধী শিক্ষার্থীদের এমন প্রশ্ন নিত্যদিনের। বিস্কুট দিতে না পেরে কর্তৃপক্ষও উত্তরহীন এবং নিরুপায় যায়। এছাড়া স্কুলের ব্লাক বোর্ডটিও ভাঙ্গা।

১৯৯৯ সালে ইসলামপুর ডিগ্রী কলেজের সহযোগিতায় অব্যবহৃত শ্রণি কক্ষে ইসলামপুর প্রশিপস্ অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় যাত্রা শুরু হয়। বিদ্যালয়টি সে সময়কার ভূমি প্রতিমন্ত্রী আলহাজ্জ রাশেদ মোশারফ হোসেনের উদ্বোধনের মধ্য দিয়ে সমাজের সবচেয়ে অবহেলিত শিশুদের সমাজের মুলস্রোতধারায় সম্পৃক্ত করার লক্ষে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ২০ জন বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশুদের নিয়ে শিক্ষার জন্য যাত্রা শুরু হয়ে বর্তমানে শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী অধ্যয়ন রয়েছে এবং আরো শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী সমাজের সাধারণ বিদ্যালয়ে লেখাপড়ার উপযোগী হয়ে বিভিন্ন বিদ্যালয়ে লেখাপড়া করছে বলে অত্র স্কুলের কর্তৃপক্ষ জানান। 

বর্তমানে বিদ্যালয়টি ইসলামমপুর পৌরসভায় কাচারী পাড়ায় মনোরম পরিবেশে অবকাঠামোসহ ভূমি অফিস সংলগ্ন মাঠের পাশে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের নিজস্ব নামে ২০ শতাংশ জমি রয়েছে। বিদ্যালয়ে প্রতি শ্রেণিকক্ষে দশজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক শিক্ষার্থীর দৈনন্দিন কাজের দক্ষতা অর্জন, যোগাযোগ দক্ষতা, নিজের যত্ন নেয়া, সামাজিক দক্ষতা তৈরি, প্রতিবন্ধী শিক্ষার্থীকে নিজে পরিচালনা করতে পারা এবং সাধারণ বিদ্যালয়ে লেখাপড়া করার উপযোগী করার লক্ষে পাঠদান করা হচ্ছে।

অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম রোকেয়া সরদার জানান, ইসলামপুর উপজেলায় গত সেপ্টেম্বর মাস থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতর চরম দারিদ্র পীড়িত এলাকা হিসেবে অত্র উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাদ্য চাহিদা মেটানোর জন্য স্কুল ফিডিং কর্মসুচি বাস্তবায়ন করছে। এই কর্মসুচির আওতায় এলাকার সকল প্রাইমারী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে উচ্চশক্তিসম্পন্ন বিস্কুট বিতরণ করা হচ্ছে। কিন্তু ইসলামপুর উপজেলায় প্রতিবন্ধী  অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই কর্মসূচির আওতায় বাইরে রয়েছে এবং প্রতিবন্ধী শিক্ষার্থীরা স্কুল ফিডিং কর্মসুচির বিস্কুট থেকে বঞ্চিত রয়েছে।

প্রতিবন্ধী শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে বিস্কুটের আবেদন করেন এবং তাদের আকুতি অন্য স্কুলে বিস্কুট দেওয়া হয় কিন্তু আমাদের স্কুলে দেয়না কেন? প্রতিবন্ধী শিক্ষার্থীদের এমন প্রশ্ন নিত্যদিনের। বিস্কুট দিতে না পেরে আমরাও উত্তরহীন এবং নিরুপায়। বিস্কুট না পেয়ে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা অসহায়ত্ব প্রকাশ করেন। চরম দারিদ্র পীড়িত এলাকার অন্যান্য শিশুদের মতোই প্রতিবন্ধী শিশুদেরও পুষ্টি চাহিদার অভাবে রয়েছে। অধিক পুষ্টি সম্পন্ন বিস্কুট প্রাপ্তি থেকে অটিজম ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা বাদ থেকে যাচ্ছে। দারিদ্র পীড়িত এলাকা হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটানোর এবং বুদ্ধিবৃত্তি বিকাশের জন্য অধিক মান সমৃদ্ধ বিস্কুট বিতরণ কর্মসূচিতে অন্তভুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানান।

অপর দুই শিক্ষিকা মিতালী আকতার ও লিপি আকতার জানান, সংস্থার বর্তমানে আর্থিক সংকট থাকায় নিয়মিত বেতনভাতা পাইনা তবুও প্রতিবন্ধী শিক্ষার্থীরদের জন্য পাঠদান ও শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি। 

বিদ্যালয় পরিচালনাকারী সংস্থার নির্বাহী প্রধান রফিকুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষকদের বেতনভাতা প্রদানের জন্য সরকারী সহায়তা কামনা করেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটানো এবং বুদ্ধিবৃত্তি বিকাশের জন্য অধিক মান সমৃদ্ধ বিস্কুট প্রয়োজন এবং উক্ত চলমান স্কুল ফিডিং কর্মসুচিতে অন্তভুক্তির  আবেদন জানান।

ইসলামপুর উপজেলা সমাজসেবা অফিসার মির্জা নিজোয়ারা বলেন, অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়টি পরিচালনা করা একটি মহৎ উদ্যোগ আমি প্রথমেই এর কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। স্কুলটিতে আমি আমার স্বাধ্যমতো সহযোগিতা করে থাকি। যদি আরো বড় ধরনের সহযোগিতা করা যেতো তাহলে স্কুলটি আরো অনেক ভাল চলত। এর জন্যে প্রয়োজন সরকারী সহযোগিতা।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটানো এবং বুদ্ধিবৃত্তি বিকাশের জন্য অধিক মান সমৃদ্ধ বিস্কুট স্কুল ফিডিং কর্মসুচিতে অন্তভুক্তি করে দেওয়া হবে। আর যদি তা না হয় তাহলে আমরা ব্যাক্তিগত ভাবে ব্যবস্থা করবো। 

Bootstrap Image Preview