Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কুমার নদ

নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪২ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪২ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


বাংলাদেশ নদী মাতৃক দেশ। পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, আড়িয়াল খা আজও ইতিহাসে স্বরনীয় হয়ে আছে। এইসব নদী থেকেই ফরিদপুরের কুমার নদের উৎপত্তি। কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে সালথা উপজেলার প্রত্যান্ত অঞ্চলের ঐতিহ্যবাহী কুমার নদ।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, আগের দিনে এই উপজেলার অধিকাংশ মানুষ নদী পথে ফরিদপুর শহর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে যাতায়াত করতো। উপজেলার গট্টি ইউনিয়নের ইমামবাড়ী, রসুলপুর, ভাওয়াল ইউনিয়নের কদমতলা, নারানদিয়া, মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া, হরিণা, কাগদি, যদুনন্দী ইউনিয়নের খারদিয়া বাজার, বলাইখির ঘাট, কুমারকান্দা, যদুনন্দী বাজার, বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া, রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর বাজার, খেয়াঘাট, আটঘর ইউনিয়নের বিভাগদি, সাড়–কদিয়া নামক লঞ্চ ঘাটগুলো ছিলো নদী পথের স্টেশন।

সেই নদী পথ আজ প্রায় হারিয়ে যাচ্ছে। এখন আর উপজেলার কোথাও কোন লঞ্চ-স্টিমার বা ট্রলার চলাচল করতে দেখা যায় না। প্রায় নদীগুলোর মাঝখানে শুকিয়ে চৌচির হয়ে গেছে। কিছু এলাকায় কুমার নদীর ভিতরে ধানের আবাদ করতেও দেখা গেছে। দুই এক জায়গা সামান্য পানি থাকলেও অধিকাংশ নদ শুকিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের নিকট এই কুমার নদীর উত্তাল-পাত্তাল ঢেউ ফিরে পেতে দাবী জানিয়েছেন এলাকাবাসী।

Bootstrap Image Preview