Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নিজ গ্রামে শায়িত হবেন কবি আল মাহমুদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২১ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


‘সোনালী কাবিন’ খ্যাত কবি মাহমুদের দুই দফায় জানাজা সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবে তার প্রথম জানাজা হয়। দ্বিতীয় জানাজা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে অনুষ্ঠিত হয়েছে।

কবির মরদেহ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে নিয়ে যাওয়া হবে। আগামীকাল রোববার বাদ যোহর সেখানেই তাকে দাফন করা হবে। এমনটাই জানিয়েছেন আল মাহমুদের ছেলে মীর মোহাম্মদ মনির।

গত ৯ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত হাসপাতালে ভর্তি হন কবি আল মাহমুদ। শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন কবি আল মাহমুদ। তার প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তিনি বাংলাকাব্যে অনবদ্য বহুমাত্রিকতার সৃজনশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেশের জাতীয় পদকসহ বেশ কয়েকটি সাহিত্য পুরস্কার পেয়েছেন।

Bootstrap Image Preview