Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় রোহিঙ্গা ১ যুবক নিহত 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৮ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৮ PM

bdmorning Image Preview


উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় ওমর ফারুক(১৮) নামে এক রোহিঙ্গা তরুণ নিহত হয়েছে। 

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে থ্যাংখালীর হাকিম পাড়ার ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা যুবক স্ব-পরিবারে পাহাড়ে ঢালুতে বসবাস করে আসছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি তার বসতবাড়ী নিকটস্থ পাহাড় থেকে সমতল করার জন্য সকালে মাটি কাটা শুরু করলে আকষ্মিক উপর থেকে বড় আকারের একটি মাটির খণ্ড তার উপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উখিয়া থানার (ওসি-তদন্ত) নুরুল ইসলাম মজুমদার এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশের একটি দল গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটির ভেতর থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করেছে।

Bootstrap Image Preview