Bootstrap Image Preview
ঢাকা, ২৮ সোমবার, সেপ্টেম্বার ২০২০ | ১২ আশ্বিন ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে হামলার ঘটনায় ফখরুলের শোক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৭ AM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় দেশটির বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪৯ সদস্য নিহতের ঘটনায় শোক জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত শুক্রবার বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ভারতের কাশ্মীরে রক্তাক্ত হামলায় সিআরপিএফের সদস্যদের প্রাণহানির ঘটনায় আমি গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করছি। সন্ত্রাসী কার্যকলাপ শান্তি ও সভ্যতার পরিপন্থী, এতে করে আঞ্চলিক স্থিতি সংকটাপন্ন হয়ে পড়ে। এর মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবন বিপন্ন ও নিরাপত্তাহীন হয়ে ওঠে।

তিনি বলেন, সন্ত্রাসীদের এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা জানাচ্ছি। বোমা হামলায় আহতদের সুস্থতা কামনা করছি।

প্রসঙ্গত,বৃহস্পতিবার সিআরপিএফ সদস্যদের বহন করা দুটি গাড়িতে জঙ্গিদের বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। সিআরপিএফ সদস্যদের একটি বাসের মাধ্যমে অন্যটির বিস্ফোরণ ঘটে।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, এক জাইশ-ই-মোহাম্মাদ সন্ত্রাসী বিস্ফোরক-বহনকারী গাড়িতে ভ্রমণ করছিল। ওই বাসটিতে ৫৪ ব্যাটালিয়ন সিআরপিএফ সদস্য ছিল।

Bootstrap Image Preview