Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালথায় পিঁয়াজের বাম্পার ফলনের আশা 

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২৪ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২৪ PM

bdmorning Image Preview


বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এ দেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। দেশের ৬৪টি জেলার মধ্যে ফরিদপুরের সালথা উপজেলা পিঁয়াজের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন ফসলের মধ্যে পিঁয়াজ অত্যন্ত ফলনশীল ফসল। এবছরে উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি গ্রামে পিঁয়াজের চাষ আগের চেয়ে কিছু বেড়েছে। 

উপজেলার গট্টি ইউনিয়নের পিঁয়াজ চাষী আবু তালেব বলেন, এবার ৩ বিঘা জমিতে পিঁয়াজ চাষ করেছি। আবহাওয়া যদি অনুকুলে থাকে তাহলে অন্য বছরের চেয়ে এবার পিঁয়াজের ফলন ভাল হবে।

মাঝারদিয়া ইউনিয়নের পিয়াজ চাষী ফারুক হোসেন বলেন, সার কীটনাশক, পানি ও সময় মতো আগাছামুক্ত করতে পারলে এ বছর পিঁয়াজের বাম্পার ফলন হবে বলে আমরা আশা করছি। বর্তমানে সারা উপজেলায় পিঁয়াজের আগাছামুক্ত করণের কাজে ব্যস্ত রয়েছে চাষীরা।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন বলেন, আগের বছরের চেয়ে এবছরে পিঁয়াজের চাষ কিছু বেড়েছে। এ বছর এই উপজেলায় পিঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিলো ১০ হাজার ৪'শ ৫০ হেক্টর। তা অতিক্রম করে প্রায় ১১ হাজার ৮২০ হেক্টর জমিতে পিঁয়াজ চাষ অর্জিত হয়েছে।

তিনি আরও বলেন, আবহাওয়া যদি পিঁয়াজের অনুকূলে থাকে তাহলে প্রতি হেক্টর জমিতে ১৫ থেকে ১৬ মে: টন পিঁয়াজ ফলন হওয়ার আশা করা যাচ্ছে।  


 

Bootstrap Image Preview