Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাল্য বিয়ের দায়ে উভয়পক্ষকে জরিমানা

মনির হোসেন, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৯ AM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৯ AM

bdmorning Image Preview


ফরিদপুরের চরভদ্রাসনে বাল্য বিবাহ দেওয়ার দায়ে বর ও কনে উভয় পক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদলত।

গত মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা এ জরিমানার অর্থ আদায় করেন।

জানা যায়, উপজেলার সদর ইউপির কে এম ডাঙ্গী গ্রামে ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে ১৬ বছরের এক কিশোরের বাল্য বিয়ের খবর পেয়ে বিকেলে মেয়ের বাড়িতে গিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী বিয়ে বন্ধ করে দেন। 

এ সময় ছেলে ও মেয়ে উভয় পক্ষের অভিভাবকেকে আটক করে ইউএনওর কার্যালয়ে নেয়া হয়।

পরে সন্ধ্যায় ইউএনও নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছেলের বাবা উপজেলার গাজিরটেক ইউপির চর অযোধ্যার শেখ মোজাকে ১০ হাজার এবং মেয়ের বাবা চরভদ্রাসন সদর ইউপির কে এম ডাঙ্গীর শেখ সাত্তারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

পরে উভয় অভিভাবকের কাছ থেকে ‘ছেলে ও মেয়ে সাবালক না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজন করা হবে না’ মর্মে মুচলেকা নেয়া হয়।

ইউএনও জেসমিন সুলতানা বলেন, ২০১৭ সালের বাল্য বিবাহ নিরোধ আইনের ৮ধারা অনুযায়ী উভয় পক্ষকে এ জরিমানা করা হয়।

Bootstrap Image Preview