Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাছকে খাবার দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৩ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৩ PM

bdmorning Image Preview


নাটোরের সিংড়ায় পুকুরে মাছের খাবার দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে গোলাম হোসেন (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। গোলাম হোসেন উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কাজিপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে এবং চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর এর ছোট ভাই।

জানা যায়, বুধবার দুপুরে চৌগ্রামের ঔষধ ও মৎস্য ব্যবসায়ী গোলাম হোসেন চৌগ্রাম-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে নিজ পুকুরে মাছের খাবার দিতে যায়। খাবার দেওয়ার এক পর্যায়ে পুকুরের বৈদ্যুতিক বাল্বের তারে জড়িয়ে পরেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে সিংড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বিষয়টি সেভাবে অবগত নই। গণমাধ্যমকর্মীদের কাছে শুনেছি।

Bootstrap Image Preview