Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৭ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২২ PM

bdmorning Image Preview


ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসুনহাটি গ্রামে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনায়েত সরদার (৩৮) ও তার ভাই ছিরু সরদারের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

রবিবার (১০ ফেব্রুয়ারি) রাতে পূর্ব শক্রুতার জের ধরে তাদের উপর হামলা চালানো হয়। হামলাকারীরা এনায়েত ও ছিরু সরদারকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।

বর্তমানে তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি রয়েছে। এ ঘটনায় এনায়েত সরদারের স্ত্রী নিপা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।

হামলার শিকার এনায়েত সরদার জানান, বিকেলে তারা স্থানীয় আবুলের মোড়ের বাজারে বসে ছিলেন। এ সময় মিলন, মিজান, ইলিয়াসের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেল যোগে এসে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকালে তারা লোহার রড ও হাতুড়ি দিয়ে প্রহার করতে থাকে।

একপর্যায়ে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। এমনকি হামলাকারীরা এনায়েতের পায়ের তালুতে লোহার রড রেখে হাতুড়ি দিয়ে আঘাত করে তালুতে ঢুকিয়ে দেয়। এসময় বাজারের ব্যবসায়ীসহ জনতা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে নগরকান্দা থানা পুলিশ জানায়, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

Bootstrap Image Preview