Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে প্রথম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৭ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৩ PM

bdmorning Image Preview


মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গাজীরচর গ্রাম থেকে রাবেয়া (৮) নামের এক প্রথম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা দাবি করেছে স্কুল ছাত্রীকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

সোমবার (১১ ফেব্রয়ারি) দুপুরে বাড়ির পাশে একটি আম গাছ থেকে মেয়েটির ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। রাবেয়া কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া ইউনিয়নের গাজীরচর গ্রামের বাবুল মিয়ার ছোট মেয়ে রাবেয়া মায়ের সাথে বাড়িতে থাকতো। সকালে রাবেয়াকে বাড়ি রেখে অন্যত্র চলে যায় তার মা। দুপুরে মেয়েটির মা বাড়িতে এসে ঘরের পাশে আম গাছের সাথে রাবেয়ার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তার আর্তচিৎকারের প্রতিবেশীরা এসে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

স্কুল ছাত্রীর মামী মুকলী বেগম অভিযোগ করে বলেন, মাকে নিয়ে নিজ বাড়িতে থাকতো রাবেয়া। আমার মনে হয় ঘরের সামনে একটি কলই ক্ষেতে ছেই তুলতে গেলে ক্ষেতের মালিক ওকে মাইরা গাছের সাথে ঝুলিয়ে রাখে। ক্ষেতের থেকে বাড়িতে আনার পথে ছেই পড়া ছিল। যে গাছের সাথে ঝুলিয় রাখছে সেখানেও ছেই পড়া ছিল এবং রাবেয়ার গায়ের জামার সাথেও ছেই ছিল। সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার চাই।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল হাসান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নিয়ে গেছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা। হত্যা হলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview