Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতিসংঘে বাহরাইনের বিরুদ্ধে অভিযোগ জানালো কাতার

হাসান বখস, কাতার প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৯ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪০ PM

bdmorning Image Preview


কাতারের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাহরাইনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে।

জাতিসংঘে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমাদ বিন সাইফ আলে সানি নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে লেখা এক চিঠিতে এ অভিযোগ জানিয়েছেন।

চিঠিতে তিনি বলেন, বাহরাইনের একটি জঙ্গিবিমান গত ২৭ ডিসেম্বর বিনা অনুমতিতে কাতারের আকাশসীমায় অনুপ্রবেশ করে। এ ধরনের আগ্রাসন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।

কাতারের রাষ্ট্রদূতের চিঠিতে বলা হয়েছে, তার দেশের আকাশসীমায় অনুপ্রবেশ করে বাহরাইনের জঙ্গিবিমান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

২০১৭ সালের জুন মাসে কাতারের বিরুদ্ধে কথিত সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার অভিযোগ তুলে দেশটির সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর। পাশাপাশি এসব দেশ কাতারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। দেশগুলো সাম্প্রতিক সময়ে কাতারকে প্রচণ্ড চাপের মুখে রেখেছে।

Bootstrap Image Preview