Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মৃত্যুর সঙ্গে লড়াই করছেন রোনালদোর 'মা'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২৪ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২৫ PM

bdmorning Image Preview


৫ তারিখেই ইতালিতে ৩৫তম জন্মদিন পালন করলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ছেলের জন্মদিন উপভোগ করতে ইতালি রওনা হওয়ার আগে রোনালদোর মা মন খারাপ করা সংবাদ জানিয়ে দিলেন বিশ্বকে।  

 স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। স্পেনের রাজধানী মাদ্রিদে রেডিওথেরাপির পরে রোনালদোর মা পর্তুগিজ টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দেন, ‘‘মাদ্রিদে অন্য স্তনটিতে অস্ত্রোপচার হয়েছে। রেডিওথেরাপিও করা হয়েছে। এখন জীবন বাঁচানোর জন্য লড়াই করছি।’’ 

এর আগে ২০০৭ সালে স্তনের ক্যানসার ধরা পড়ার পরে একপ্রস্থ অস্ত্রোপচার করা হয়েছিল। তার পরে নিয়ম মেনে রেডিওথেরাপি-পর্ব সারার পরে মনে করা হয়েছিল বোধ হয় কর্কট রোগকে দূরে সরিয়ে রাখতে সফল হয়েছিলেন তিনি। ২০০৯ সালে রোনালদো একটি ক্যানসার হাসপাতালে ১ লক্ষ ইউরো দান করেন, যেখানে তাঁর মা আরোগ্য লাভ করেছিলেন। 

Bootstrap Image Preview