Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভুয়া প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের ৩ সদস্য আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৫ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৫ PM

bdmorning Image Preview


এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের ৩ সদস্যকে ফরিদপুর র‌্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে রাজবাড়ী থেকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের নিয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্পে শুক্রবার বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, বৃহস্পতিবার গভীর রাতে রাজবাড়ী জেলার স্টেশন রোড থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কামরুল হাসান, মতিন মিয়া ও জুয়েল হোসেন। এসময় আটককৃতদের কাছ থেকে ভুয়া প্রশ্ন সংক্রান্ত প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাবের কম্পানী অধিনায়ক আরো জানান, আটককৃতরা তাদের ফেসবুক এ্যাকাউন্ট থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নের নমুনা দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল।

Bootstrap Image Preview