Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাজতবাস শেষে দেশে ফেরার পথে পুনরায় আটক শিশুসহ ৮ বাংলাদেশি

মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৩ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৩ PM

bdmorning Image Preview


৬ মাস হাজতবাস শেষে জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার পথে পুনরায় শিশুসহ ৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে ওই সীমান্তের ৬২ নং মেইন পিলার এবং ৯ নং সাব পিলারের কাছ দিয়ে বাংলাদেশি অভ্যন্তরে প্রবেশ করলে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদেরকে আটক করেন। 

আটককৃতরা হলেন-যশোরের মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের হরিচাঁদ মল্লিকের ছেলে শ্রী সঞ্জয় কুমার মল্লিক (২৩), শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মোক্তার হোসেন সর্দারের ছেলে আরব আলী সর্দার (২৭), সাতক্ষীরার কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের সৈয়দ আলী মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৬), সাতক্ষীরা সদর উপজেলার রেজাউল হকের মেয়ে মৌসুমী খাতুন (২০), নড়াইলের কালিয়া উপজেলার চালিতলা গ্রামের শাফির উদ্দিনের ছেলে রবিউল মোল্যা (৩৫), রবিউল মোল্যার স্ত্রী সামর্থ বিবি (২৭) ও শিশু কন্যা মরিয়ম (৫), বৃষ্টিপুর গ্রামের নাহিদ শেখের স্ত্রী পিংকী শেখ (২৭)।

আটককৃতদের দাবি তারা ভারতে দীর্ঘ ছয় মাস ধরে হাজতবাস করে দেশে ফিরছিলেন।

জীবননগর থানার ওসি  (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, একজন শিশুসহ ৮ বাংলাদেশি এর আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে ৬ মাস হাজতবাস করে দেশে ফেরার সময় বিজিবির হাতে আটক হয়। বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে।

Bootstrap Image Preview