Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় চেয়ারম্যান হত্যা মামলার আসামিসহ আটক ৫

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৪ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৪ PM

bdmorning Image Preview


নাটোরের সিংড়ায় কলম ইউপির সাবেক চেয়ারম্যান ফুনু হত্যাসহ তিনটি হত্যা ও ১০টি মামলার আসামি আঃ করিমকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া এলাকা থেকে ৪টি ককটেল ও ৫০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চামারী ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাক থেকে আঃ করিমকে চারটি ককটেল ও ৫০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

করিমের বিরুদ্ধে কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনুসহ তিনটি হত্যা মামলাসহ ১০টি মামলা রয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।

এ ছাড়াও বুধবার রাতে উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ী ও ১ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে সিংড়া থানা পুলিশ।

এ দিকে বুধবার বিকেলে উপজেলার কৈগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ১৩৪ পিস ইয়াবা, ২টি মোবাইল ও ২টি সিমসহ আরিফুল ইসলামকে আটক করে র‌্যাব। আরিফুল উপজেলার বেলতা গ্রামের বাবলু প্রাং এর ছেলে।

র‌্যাব-৫, সিপিসি-২, ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ যায়েদ শাহরীয়ারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে তাকে মামলার মাধ্যমে সিংড়া থানায় হস্তান্তর করা হয়।

Bootstrap Image Preview