Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বরগুনায় চামড়াসহ ১ মণ হরিণের মাংস জব্দ

ইমরান হোসাইন, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৬ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৬ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরের সুন্দরবনের পক্ষীদিয়া থেকে চামড়াসহ ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে এসব মাংস জব্দ করা হয়। এ সময় হরিণের দুটি চামড়া ও একটি মাথাও জব্দ করে কোস্টগার্ড।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার জহুরুল ইসলাম জানান, গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় হরিণের মাংস পাচারকারী একটি চক্র সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের পক্ষীদিয়ায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ভোর রাত সাড়ে ৩টার দিকে কোস্টগার্ডের একটি দল বঙ্গোপসাগরের পক্ষীদিয়ায় অভিযান পরিচালনা করে।

এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস রেখে চক্রটি পালিয়ে যায়। পরে তল্লাশি করে ৪০ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা ও দুটি চামড়া জব্দ করে কোস্টগার্ড। তবে কাউকে আটক করা না গেলেও জব্দকৃত হরিণের মাংস, চামড়া ও মাথা কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনে নিয়ে আসা হয়। পরবর্তীতে সবকিছু বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে কেরোসিন দিয়ে হরিণের মাংস নষ্ট করে মাটিচাপা দেওয়া হয়েছে। এছাড়াও চামড়া দুটি শুকিয়ে সংরক্ষণ করা হবে।

 

 

Bootstrap Image Preview