Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শিবগঞ্জে ছাত্রদল নেতাসহ ৩ অস্ত্র ব্যবসায়ী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৮ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


শিবগঞ্জ পৌর এলাকা থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব -৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আটককৃত অস্ত্র ব্যবসায়ীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক উপজেলার পৌরসভার দৌলতপুর মহাজনপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে জানিবুল ইসলাম জোসি(৩০), শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী গ্রামের শাহজাহানের ছেলে মো. নুরে আলম (২০) ও উপজেলার দাদনচক গ্রামের গাজলুর রহমানের ছেলে মামুন রশিদ ওরফে লাংড়া মামুন (২০)।

র‍্যাবের প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয়, শিবগঞ্জ বাজারের পিয়াজ পট্টি এলাকাস্হ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অস্ত্র পাঠানোর উদ্দেশ্যে ৩ অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে ।

বুধবার (৬ ফেব্রুয়ারি)রাতে অভিযান চালিয়ে ওই ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তুল, দুটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জানিবুল ইসলাম জোসি ও লাংড়া মামুনের বিরুদ্ধে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় একাধিক অস্ত্র ও বিস্ফোরক মামলা রয়েছে।

Bootstrap Image Preview