Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরকারি জায়গায় গৃহ নির্মাণের অভিযোগে ২ জনকে সাজা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৩ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৪ PM

bdmorning Image Preview


সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় সরকারি জায়গা জবর দখল করে গৃহ নির্মাণের অভিযোগ ২ জনকে সাজা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার লালোর ইউনিয়নের আতাইকুলা গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৯) ও নাটোর সদরের ঢাকোপাড়ার শুকুর আলীর ছেলে শিপন আলীকে (২৭) সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো।

উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো জানান, সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ হচ্ছে এমন খবর পেয়ে উপজেলার লালোর ইউনিয়নের আতাইকুলা গ্রামে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরেজমিন সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের সত্যতা পাওয়ার সাইফুল ইসলামকে (৩৯) এক বছর ও রিপন আলীকে (২৭) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Bootstrap Image Preview