Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিশুদের পায়ে বেঁধে গাঁজা পাচারের অভিনব কৌশল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৯ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৯ PM

bdmorning Image Preview


গাঁজা বিক্রির সময় কক্সবাজারের চকরিয়া উপজেলায় তিন শিশুসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই তিন শিশুর পায়ে ২ কেজি করে গাঁজা বাঁধা ছিল।

বুধবার উপজেলার পৌরশহরের ৩নং ওয়ার্ডের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাঁজা ব্যাবসায়ী চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের হিরো চৌধুরীর ছেলে নারায়ণ চৌধুরী (২৩), চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আমিরাবাদ এলাকার মৃত রিদুয়ান আক্তারের দুই মেয়ে রুখসানা আক্তার তাসপিয়া (১১) ও কোহিনুর আক্তার (১০) এবং একই এলাকার নুরুল ইসলাম প্রকাশ নুরুর মেয়ে পারুল আক্তার (১০)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে এসআই মো.আবদুল বাতেন ও এসআই সুকান্ত চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশকে মাদক উদ্ধারে অভিযানে পাঠায়। এ সময় ওই বাসা থেকে গাঁজা ক্রয়-বিক্রয়কালে চারজনকে আটক করা হয়। তবে আরও কয়েকজন পালিয়ে যায়।’

ওসি আরও বলেন, ‘আটক নারায়ণ চৌধুরীর কাছ থেকে ১ কেজি ও তিন শিশুর পায়ে বাঁধা অবস্থায় ২ কেজি করে মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

Bootstrap Image Preview