Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অভিনব কায়দায় চুরি, ৩০ হাজার মিষ্টির কার্টুন ধ্বংস

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৬ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৬ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ সদরের লুকড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মিষ্টি বিক্রির জন্য তৈরী ৩০ হাজার খালি কার্টুন ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুুপুরে ওই বাজারের পার্শবর্তী আব্দুল্লাহর কার্টুন তৈরীর কারখানায় এ অভিযান চালানো হয়। এ সময় কারখানাটিতে ৩০ হাজার খালি কার্টুন এবং বিপুল পরিমান কার্টুন তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

জানা যায়, কার্টুনগুলোর ওজন পরিমাপ করলে দেখা যায়- প্রস্তুতকৃত প্রতিটি মিষ্টির কার্টুনের ওজন ২০০-২৫০ গ্রাম। এসব কার্টুন ব্যবহার করে মিষ্টি বিক্রেতারা গ্রাহকদেরকে ১ কেজির জায়গায় ৭০০/৮০০ গ্রাম মিষ্টি বিক্রি করে থাকেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় ওই কারখানা মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে হবিগঞ্জ কালেক্টরেট ভবনের নিকটে নিমতলার খোলা জায়গায় কার্টুনগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

একইদিনে অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কোর্ট স্টেশন রোড এলাকার খোকা মিষ্টান্নকে ২ হাজার, নূরানী রেস্টুরেন্টকে ১ হাজার এবং মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে হাসান স্টোরকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন, হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদফতরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

Bootstrap Image Preview