Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাতের ক্লাসিকোয় মেসিদের জর্সিতে চাইনিজ অক্ষরে নাম লেখা হবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২৮ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২৮ PM

bdmorning Image Preview


কোপা ডেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। এই ম্যাচে বার্সেলোনার জার্সিতে চাইনিজ অক্ষরে ফুটবলারদের নাম লেখা থাকবে বলে কাতালান জায়ান্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।

চাইনিজ নববর্ষকে শুভেচ্ছা জানানোর নিমিত্তে লা লিগার শীর্ষ দলটি এই সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথমবারের মত বার্সেলোনার জার্সিতে নতুন একটি ভাষায় নাম লেখা থাকবে। বিশেষ করে এশিয়ান মার্কেটে নিজেদের উপস্থিতির মাত্রা বাড়ানো ও স্থায়ী করতেই ক্লাবের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বার্সেলোনার এক বিবৃতিতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে এক ভিডিও বার্তায় চাইনিজ নববর্ষকে অভিনন্দন জানানো হয়েছে। ভিডিওতে অংশ নিয়েছেন লিওনেল মেসি, জেরার্ড পিকে, মার্ক-আন্দ্রে টার স্টেগান, স্যামুয়েল উমতিতির মত তারকারা।

আগামী মৌসুমকে সামনে রেখে প্রাক মৌসুম ট্যুরে বার্সেলোনার চায়না ও জাপান সফরের কথা রয়েছে। এই বিষয়টিও এখানে গুরুত্ব পেয়েছে।

উল্লেখ্য কোপা ডেল রে’র প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২ টায়। আর দ্বিতীয় লেগ রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়েতে ২৭ ফেব্রুয়ারি আতিথেয়তা নিতে যাবে ভালভার্দের শিষ্যরা। 

Bootstrap Image Preview