Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩০ হাজার মিষ্টির প্যাকেট পুড়িয়ে দিল পুলিশ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪৯ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪৯ PM

bdmorning Image Preview


হবিগঞ্জে ৩০ হাজার মিষ্টির প্যাকেট জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে পুলিশ। এ সময় প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিককে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারি পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

তিনি জানান, প্রতিটি মিষ্টির প্যাকেট অতিরিক্ত আড়াই শ’ গ্রাম ওজন বৃদ্ধি করে দেয়ায় প্রতারিত হয়ে আসছিলেন সাধারণ ক্রেতারা। খবর পেয়ে তিনি অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার মিষ্টির প্যাকেট জব্দ করেন। এ সময় প্রস্তুত প্রতিষ্ঠানের মালিক আব্দুল্লাহ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে হবিগঞ্জে জব্দকৃত মিষ্টির প্যাকেটগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় হবিগঞ্জ জেলার আদালত প্রাঙ্গণে। এ অভিযানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ। 

Bootstrap Image Preview