Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিশুকে ধর্ষণ মামলায় কিশোরের ৫ বছরের কারাদণ্ড

সিলেট প্রতিনিধি 
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২৪ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২৪ PM

bdmorning Image Preview


ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় মালন মিয়া নামে এক কিশোরকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় প্রদান।

মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালে জেলার শিল্পনগরী ছাতক পৌর শহরের মন্ডলীভোগ আবাসিক এলাকায় বসবাসের সুবাধে কিশোর মালান মিয়া তার প্রতিবেশী ও নিজ উপজেলার দোয়ারাবাজারের কুমিল্লা পাড়ার রাঙাওটি গ্রামের ১০ বছরের শিশু কন্যাকে ভাত খাওয়ানোর কথা বলে তার নিজ বসতঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরবর্তীতে শিশু কন্যার বড় বোন বাদী হয়ে মালন মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। পরবর্তীতে সাক্ষ্য পর্যালোচনা করে আদালত মালনকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেন।

আদালত সূত্র আরো জানায়, ধর্ষক মালন মিয়া অপরাধ সংঘটনের সময় কিশোর ছিল। ফলে শিশু আইন ১৯৭৪ এর বিধান অনুসারে তার দণ্ড (৫ বছর) প্রদান করা হয়। মালন মিয়া জেলার দোয়ারাবাজার উপজেলার গাছগড়া গ্রামের আয়ুব আলীর ছেলে। 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নান্টু রায় এ রায় প্রদানের বিষয়টি বুধবার নিশ্চিত করেন।

Bootstrap Image Preview