Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীর পুলিশ সুপার পেলেন বিপিএম পদক, পিপিএম পেলেন অপর দুই এসআই

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি:
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৪ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৪ PM

bdmorning Image Preview


জঙ্গি দমন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাট, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণসহ বীরত্বপূর্ণ ও সাহসিকতার জন্য বিপিএম পদক পেলেন নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ। এছাড়াও পিপিএম (সাহসিকতা) পদক অর্জন করেন নরসিংদী ডিবি পুলিশের এস আই আব্দুল গাফ্ফার ও রূপন কুমার সরকার।

এক সময় নরসিংদীর প্রতিটি শহরাঞ্চলসহ গ্রামাঞ্চলে ভয়াবহ রূপধারণ করেছিল মাদকসহ বিভিন্ন ধরণের অপরাধ। এই জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে এই তিন কর্মকর্তা জীবন বাজী রেখে ব্যাপক ভূমিকা পালন করে আসছে।

সোমবার পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উদ্বোধন উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান এবং সেবামূলক কাজের জন্য পদক পেয়েছেন ৩৪৯ জন। বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন ৪০ জন, রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ৬২ জন।

এদিকে এই জেলাটি ৭২ টি ইউনিয়ন ও ৬ টি উপজেলা নিয়ে গঠিত। এই জেলাতে যেমন রয়েছে নদী পথে যোগাযোগের ব্যবস্থা তেমনি রয়েছে শহরাঞ্চলসহ পলিমাটি অঞ্চল। এসমস্ত এলাকাগুলোতে প্রায় সময়ই হাট-বাজার ও রাতের আঁধারে রাস্তার পাশে মাদকসহ অবৈধ অস্ত্রধারীর হাতে হামলার স্বীকার হয় সাধারণ মানুষ।

কিন্তু গোয়েন্দা শাখায় ডিবি পুলিশের এস আই আব্দুল গাফ্ফার যোগদান করার পর কঠোর ভূমিকা নিয়ে অস্ত্র, হিরোইন, ফেন্সি ও গাজাসহ বিভিন্ন অপরাধকে দমন করতে সক্ষম হন। এই পুলিশ কর্মকর্তা প্রায় সময়ই জনসাধারনকে নিরাপত্তা দিতে ও অপরাধ নির্মূল করতে কঠোর ভূমিকা পালন করছে।

এদিকে আইনজীবী মোঃ কাউছার হাবীব বলেন যে, নরসিংদী শহরের রেলস্টেশন ও সাটিরপাড়া বেপারীপাড়াসহ অধিকাংশ অঞ্চলে রাতের আধারে ও প্রকাশ্যে চলছিল মাদক ব্যবসা। কিন্তু এই গোয়েন্দা শাখার সাহসী প্রদক্ষেপে তা প্রায় কমে গেছে।

অপরদিকে আইন বিশেষজ্ঞরা মনে করেন প্রতিটি ডিপার্টম্যান্টে এরকম একজন বীরপুরুষ থাকা খুবই জরুরি। তাহলেই জনসাধারণ আইনের প্রতি আরও শ্রদ্ধাশীল হবে।

Bootstrap Image Preview