Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'পুলিশের কাজটাই ঝুঁকির, মৃত্যুর হাতছানি থাকেই'

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২১ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৮ PM

bdmorning Image Preview
শিহাব শামীমকে রাষ্ট্রপতি পদক পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


ঢাকা মহানগর পুলিশ দক্ষিণের (ডিএমপি) ট্রাফিক পুলিশ সার্জেন্ট এস এম শিহাব মামুন শামীম সাহসিকতাপূর্ণ কাজের জন্য এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে 'রাষ্ট্রপতি পদক' পেয়েছেন।

সোমবার পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানী ঢাকার রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে 'পুলিশ সপ্তাহ-২০১৯' এর উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এই পদক পরিয়ে দেন।

প্রধানমন্ত্রী পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে ৩৪৯ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম) ভূষিত করেন। এরমধ্যে ১০৪ জন বিপিএম (সেবা) ও ৪০ জন বিপিএম (সাহসিকতা) এবং ১৪৩ জন পিপিএম (সেবা) ও ৬২ জন পিপিএম (সাহসিকতা) পদক অর্জন করেন।

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শিহাব শামীমের রাষ্ট্রপতি পদক প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছে সফলতা কামনা করেন।

সাহসিকতায় রাষ্ট্রপতি পদক পেয়ে এস এম শিহাব মামুন শামীম বিডিমর্নিংকে বলেন,
প্রধানমন্ত্রী ও আইজিপি, ডিএমপি কমিশনার, ডিসি ট্রাফিক সাউথ, এসি ট্রাফিক শাহবাগ, সাংবাদিকসহ উর্ধ্বতন কর্তূপক্ষ সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

আমার কাজে পেছনে সব সময় দায়িত্বশীলতাকে প্রাধান্য দিয়ে থাকি। নিজের জীবনবাজী রেখে কাজ করি। কখনো দায়িত্বের প্রতি অবহেলা বা দুর্বলতা দেখায় না। আমি সকলের কাছে আরো ভালো কাজ করার জন্যে দোয়া চাই।

তিনি বলেন, পুলিশের কাজটাই জীবন ঝুঁকির। এখানে প্রতিমুহূর্তে মৃত্যুর ঝুঁকি থাকেই। অন্যায়কে প্রতিহত ও প্রতিরোধ করাই হলো আমাদের কাজ। আর এই কাজ করতে গিয়ে কখনো পেছনের কথা মনে থাকে না। সামনে যখন একটি অপরাধ সংগঠিত হয় তখন সেই অন্যায়টাকে প্রতিহত করায় আমরা প্রাধান্য দিয়ে থাকি। পরবর্তীতে জীবনের কি ঝুঁকি আসবে তা ভাবনায় আসে না। এ ক্ষেত্রে অনেক সময় বিপদে পড়তে হয়। কখনো জীবন-মরণের সামনে দাঁড়াতে হয়। তবু কাজ থেকে পিছু না হটে কাজ করে যায়।

অাপনি গত বছর আইজিপি ও এবার রাষ্ট্রপতি পদক পেলেন, এর মাধ্যমে আপনার কাজের ক্ষেত্রে কেমন উৎসাহ যোগাবে প্রশ্নে শিহাব শামীম বিডিমর্নিংকে বলেন, কাজের স্বীকৃতি মানুষকে ভালো কাজ করতে উৎসাহ যোগায়। আমার ক্ষেত্রে সেটি আরো বেশি উৎসাহের।

পদক প্রধান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) জাভেদ পাটোয়ারী এবং সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্রাফিক পুলিশ সার্জেন্ট এস এম শিহাব মামুন শামীম নাটোরের সিংড়ায় জন্মগ্রহণ করেন। এছাড়াও তিনি বাংলাদেশ ক্যারম দলের টিম ম্যানেজার হয়ে ভারত, শ্রীলঙ্কা ও যুক্তরাজ্যে ভ্রমণ ও সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

Bootstrap Image Preview