Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যেভাবে কোরআনের হাফেজ থেকে ইয়াবা ব্যবসায়ী হয়ে উঠেন মান্নান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫২ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী মোড় থেকে ৫ হাজার ৩০০টি ইয়াবাসহ আবদুল মান্নান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চট্টগ্রামের কর্ণফুলী থানার পুলিশ।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁকে গ্রেফতার করা হয়।

কর্ণফুলী থানা পুলিশ জানিয়েছে, শিকলবাহা চৌমুহনীর তল্লাশি চৌকির পুলিশ সদস্যরা আজ বেলা ১১টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালান। ওই সময় আবদুল মান্নানকে ইয়াবাসহ আটক করা হয়।

জানা যায়, চট্টগ্রামের কর্ণফুলী থানার বাসিন্দা আবদুল মান্নান। তিনি ৩০ পারা কোরআনের হাফেজ। এ ছাড়া তিনি কওমি মাদ্রাসা থেকে এসএসসি সমমান পর্যন্ত পড়ালেখা করে নরসিংদী জেলার কাঁঠালিয়া ইউনিয়নের দক্ষিণ নোয়াকান্দি গ্রামের মক্তবে শিশুদের আরবি পড়াতেন।

আবদুল মান্নান জানান, অভাবের তাড়নায় পড়ে গত এক বছর ধরে তিনি ইয়াবার খুচরা ব্যবসা করছেন।

কর্ণফুলী থানার এসআই মনিরুল ইসলাম বলেন, আটকের সময় তার কাছ থেকে ৫৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ কারণে তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা হয়েছে।

Bootstrap Image Preview