Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক যুবক কারাগারে

সিলেট প্রতিনিধি 
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২১ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২১ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এসএসসির ভুয়া প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে র‌্যাবের হাতে আটক নাহিম মিয়া (১৯) নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) আদালত তার জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন। নাহিম উপজেলা সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের বিপ্লব মিয়ার ছেলে।

র‌্যাব-৯ সিপিসি ৩, সুনামগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, নাহিম মিয়া এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জনের কাছে টাকার বিনিময়ে বিক্রি করতো। তবে তার নিকট থেকে জব্দকৃত প্রশ্নপত্র চলমান ২০১৯ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল না থাকলেও অনেক প্রশ্নই হুবহু ছিল। 

ওই অভিযোগ পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল রবিবার মধ্যরাতে তাহিরপুর সদরে অভিযান চালিয়ে নাহিম মিয়ার কাছ থেকে দুটি স্মার্ট মোবাইল ফোন ও দুটি সিমসহ ১৪টি প্রশ্নপত্র জব্দ করে। এসব প্রশ্নপত্র দিয়ে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাসেঞ্জারে গিয়ে বিভিন্নজনের কাছে টাকার বিনিময়ে আদান-প্রদান করে আসছিলো।

তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, র‌্যাব নাহিমকে আটকের পর থানায় সোপর্দ করে। এরপর নিয়মিত মামলা দায়ের করা হলে সোমবার তাকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

Bootstrap Image Preview