Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে ৩৮টি চলচ্চিত্র নির্বাচিত

আরাফাত ইসলাম শুভ
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৩ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৪ PM

bdmorning Image Preview


আগামী ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর স্থায়ী ক্যাম্পাসে ৫ম বারের মত আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম মুঠোফোন কেন্দ্রিক চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা ‘ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল’ (ডিআইএমএফএফ)। দুই দিনব্যাপী উৎসবমুখর এই আয়োজনটি উন্মুক্ত থাকছে সকলের জন্য।

প্রতিযোগিতার এবারের আসরে ৩৪টি দেশ যেমন ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, স্পেন, ফিলিপাইন, ব্রাজিল, চীন, জার্মানি, আফগানিস্তান, নেপাল, শ্রীলংকা, সুইডেন ইত্যাদি থেকে তিনটি বিভাগ- যথাক্রমে ‘কম্পিটিশন' (Competition) , ‘ওয়ান মিনিট ফিল্ম' (One minute film) এবং ‘স্ক্রিনিং' (Screening) ক্যাটাগরিতে সর্বমোট ৯৫টি চলচ্চিত্র জমা হয়েছে।

এই চলচ্চিত্র উৎসবটির ৫ম আসরে বিচারকার্য সম্পন্ন করেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, প্রথিতযশা সিনেমাটোগ্রাফার রাশেদ জামান এবং চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধ লেখক বিধান রিবেরু। প্রসূন রহমান তার চলচ্চিত্র নির্মাণ শুরু করেন ‘সুতপার ঠিকানা’ নামক চলচ্চিত্রটির মাধ্যমে। তিনি শুধুমাত্র একজন চলচ্চিত্র নির্মাতাই নন, একই সাথে একজন জনপ্রিয় লেখক ও। প্রতিযোগিতার আরেক বিচারক রাশেদ জামান সিনেমাটোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিলেও তিনি তার শিক্ষাজীবন শুরু করেছিলেন স্থাপত্যশিল্পের আচ্ছাদনে। আরেক সম্মানিত বিচারক বিধান রিবেরু বর্তমানে চলচ্চিত্রকেন্দ্রিক লেখালেখিতে মগ্ন আছেন। তার লেখা সর্বপ্রথম চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধ ‘বাংলাদেশের চলচ্চিত্র’ কলকাতা থেকে প্রকাশিত হয়েছে।

বিচারকমণ্ডলীর নির্বাচনে কম্পিটিশন বিভাগে জমাকৃত ২৮টি চলচ্চিত্র থেকে ১০টি, ওয়ান মিনিট ফিল্ম বিভাগের ৩টি চলচ্চিত্র থেকে ২টি এবং স্ক্রিনিং বিভাগে জমাকৃত ৬৪টি চলচ্চিত্র থেকে ২৬টি চলচ্চিত্র চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে কম্পিটিশন বিভাগে সেরা চলচ্চিত্র নির্মাতাদের জন্য থাকছে ‘CinemaScope Best Film’ অ্যাওয়ার্ড ওয়ান মিনিট বিভাগে সেরা চলচ্চিত্রের জন্য থাকছে ‘ULAB Young Film Maker’ অ্যাওয়ার্ড। সেই সাথে নির্বাচিত সকল নির্মাতাদের জন্য থাকছে সনদপত্র এবং উপহার। 

Bootstrap Image Preview