Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রোনালদোকে টপকালেন ২১ বছর বয়সী ব়্যাশফোর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫১ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫১ PM

bdmorning Image Preview


রবিবার রাতে তরুণ স্ট্রাইকার মার্কাস ব়্যাশফোর্ডের একমাত্র গোলে লেস্টার সিটিকে হারিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এই ম্যাচটি ২১ বছর বয়সী এই স্কাইকারের প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টারের হয়ে খেলা শততম ম্যাচ ছিল। নিজের গোলে দলকে জেতানোর সঙ্গে সঙ্গে তিনি এদিন সাবেক ম্যানইউ তারকা রোনালদোকে টপকে রেকর্ডবুকে নিজের নাম তুলেছেন।

২০০৩-২০০৯ প্রায় ছয় বছর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে চাপিয়েছেন রোনালদো৷ এই লম্বা সময়ে রেড ডেভিলসদের হয়ে প্রিমিয়ার লিগের প্রথম একশো ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ছিল ১৯৷ সেই সংখ্যাই এদিন টপকে গেলেন ব়্যাশফোর্ড৷

ম্যাচের ৯ মিনিটের মাথাতে লেস্টার সিটির জাল কাঁপান ব়্যাশফোর্ড৷ ম্যান ইউয়ের হয়ে প্রিমিয়র লিগে শততম ম্যাচ শেষে ব়্যাশফোর্ডের গোলের সংখ্যা ২৬৷ অর্থাৎ প্রিমিয়র লিগে ম্যান ইউয়ের হয়ে প্রথম একশো ম্যাচে রোনালদোর চেয়ে সাতটি গোল বেশি করছেন ব্রিটিশ ফুটবলার৷

শুধু তাই নয়, ম্যাঞ্চেস্টারের জার্সিতে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ১৫০ ম্যাচেও গোলদাতা হিসেবে রোনালদোর চেয়ে এগিয়ে ব়্যাশফোর্ড৷ একুশের স্ট্রাইকারের গোলের সংখ্যা ৪১৷ সেখানে রোনালদোর গোলের সংখ্যা ৩২৷

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ছয় বছরের ফুটবল ক্যারিয়ারে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ১৯৬ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ৮৪টি৷

Bootstrap Image Preview