Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ধুনটে দিনমজুর হত্যা মামলার আসামি গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৭ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৭ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দিনমজুর হত্যা মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম মন্ডলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। রফিকুল ইসলাম উপজেলার হাসাপোটল গ্রামের এছান আলী মন্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, হাসাপোটল গ্রামের মগবর আলীর ছেলে জামাল উদ্দিন ওরফে শরাফতের সাথে প্রতিবেশি ইছান মন্ডলের ছেলে রফিকুল ইসলামের বাড়ির সীমানা নিয়ে বিরোধ রয়েছে। গত ২০১৮ সালের ২৮ মার্চ সকাল ৭টার দিকে জামাল উদ্দিন বিবাদমান জায়গায় সীমানা নির্ধারণ করছিল। এ সময় প্রতিপক্ষ রফিকুল ইসলাম বাধা দেয়। এ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিকুল ইসলামের ছুরিকাঘাতে জামাল উদ্দিন মারা যায়।

এ ঘটনায় নিহতের ভাই সরোয়ার হোসেন বাদী হয়ে ৩০ মার্চ ১০ জনের বিরুদ্ধে ধুনট থানায় হত্যা মামলা দায়ের করে। ওই মামলার ১নং আসামি রফিকুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক ছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপ পরিদর্শক (এসআই) মন্তাজ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকার কাফরুল উপজেলার সেনপাড়া এলাকা থেকে শনিবার বিকেলে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview