Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঘোষণা হলো সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪২ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটের জন্য ৪ মার্চ তারিখ রেখে এই তফসিল ঘোষণা করা হয়।

আজ রবিবার(৩ ফেব্রুয়ারি) কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন।

তিনি বলেন, এ নির্বাচনে অংশ নিতে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১২ ফেব্রুয়ারি বাছাইয়ের পর প্রত্যাহার করা যাবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

কমিশন সচিব বলেন, ভোটাভুটির প্রয়োজন না হলে প্রত্যাহারের শেষ দিনই ফলাফল ঘোষণা করা হবে।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পেতে পারে।

তবে বিএনপি প্রার্থীরা শপথ না নেওয়া পর্যন্ত সংরক্ষিত নারী আসনের ভোট স্থগিত থাকবে।

Bootstrap Image Preview