Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেসির জোড়া গোলে পরাজয় এড়ালো বার্সা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৮ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৮ PM

bdmorning Image Preview


লা লিগায় শনিবার ঘরের মাঠে পয়েন্ট খোয়ালো স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার। বা বলা ভালো দু'গোলে পিছিয়ে থেকেও হার বাঁচালেন মেসিরা। প্রথমার্ধে দুই গোল খেয়েও ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ ব্যবধানে পরাজয় এড়ানো বার্সা। যার ফলে লিগ শীর্ষে নিজেদের ব্যবধান বাড়াতে ব্যর্থ হলেন তাঁরা।

ম্যাচের শুরু থেকেই অবশ্য খেলায় বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছিল ভ্যালেন্সিয়ার। চাপ বাড়ান পারেখোরা। কিন্তু তা থেকে দলের বিপদ রোধ করেন বার্সা কিপার টের স্টেগান। পালটা চাপ বাড়ান সুয়ারেজরাও। কিন্তু লিড নিতে ব্যর্থ হন তাঁরা।

অন্য দিকে ২৪ মিনিটে প্রতি আক্রমণে গ্যামেরিওর গোলে ম্যাচ এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। এর রেশ কাটতে না কাটতে ফের গোল।পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। যা থেকে ব্যবধান বাড়ান পারেখো। তবে বিরতিতে যাওয়ার মিনিট পাঁচেক আগে পেনাল্টি পায় বার্সা। যা থেকে ব্যবধান কমান মেসি। 

বিরতির পর ফিরে এসে সমতা ফেরান তিনি। ম্যাচের ৬৪ মিনিটে আর্তুরো ভিদাল উঁচু করে বল বাড়িয়ে দেন মেসিকে। মেসি ২০ গজ দূর থেকে শট নিয়ে বল জালে জড়ান। তাতে ম্যাচে ফেরে সমতা। অবশ্য বাকি সময়ে জয়সূচক গোলটি আর কেউ-ই করতে পারেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় উভয় দলকে।

চলতি মৌসুমে এটা তাদের পঞ্চম ড্র। ফলে ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া রয়েছে সপ্তম স্থানে।

Bootstrap Image Preview